Goodman Travels

চমেকের নতুন সভাপতি নওফেল

ইয়াসমিন আক্তার মুন্নিঃ-চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বার্তায় এ বিষয়ে জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১৩ আগস্ট জারি করা এক আদেশে তাকে এ মনোনয়ন দেয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হলো।

এর আগে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সাতটির ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় সংসদ সদস্যরা। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছিল ব্যতিক্রম।