Goodman Travels

পাবনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাবনাবাসীকে ঈদের শুভেচ্ছা

সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন নিরবঃ–পাবনা জেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাবনা জেলা ছাত্র সমাজের অবিভাবক জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক তাজুল ইসলাম।

তাজুল ইসলাম আলোকিত বাংলাদেশ টুয়েন্টি ফোর কে দেওয়া শুভেচ্ছা বার্তায় বলেন, করোনার কারণে এ বছর একটু ভিন্নভাবে পালন হচ্ছে পবিত্র ঈদুল আযহা। মুসলিম ধর্মীও উৎসব টি আমরা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করবো ইনশাআল্লাহ । বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখা’র পক্ষ থেকে সকল আওয়ামী প্রেমী মানুষ ও সমগ্র পাবনাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা।

তিনি বলেন করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতির কারনে আমরা খুব কঠিন অবস্থায় আছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল ও সঠিক দিক নির্দেশনায় ও নেতৃত্বে আমরা অচিরেই এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবো। সবাইকে পবিত্র ঈদুল আযহার এর শুভেচ্ছা ঈদ মোবারক। সেই সাথে তিনি করোনা ভাইরাস ও তীব্র বন্যায় ক্ষতিগ্রস্ত দের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।