Goodman Travels

বঙ্গমাতার ৯০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজধানী প্রতিনিধিঃ–বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ কমিটি কর্তৃক আয়োজিত
বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষীকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী’র সঞ্চালনায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসে। এতে প্রধান আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
জনাব এড. জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব আব্দুর রহমান
প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ,জনাব মাহবুবুল আলম হানিফ যুগ্ম-সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম যুগ্ম-সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব আহম্মদ হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব বি.এম মোজাম্মেল হক, জনাব মির্জা আজম এম.পি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপকমিটির নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ হতে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিভিন্ন জেলা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।