Goodman Travels

মেহেরপুরে প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ- মেহেরপুরে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসকল ট্রাই সাইকেল বিতরন করা হয়।

উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্টানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম।

এ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনা সব সময় অসচ্ছল প্রতিবন্ধী অক্ষমদের পাশে থাকেন। সেই অনুযায়ী আজকে চলাচলে অক্ষম শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করেছি। এর আগেও আমরা বিভিন্ন অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ করেছি। তিনি আরও বলেন এই দশটি ট্রায় সাইকেলই শেষ নয়, আগামীতে আরও বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফন নেছা লতাসহ সরকারি কর্মকর্তাগন।