Goodman Travels

সেক্টর কমান্ডার আবু ওসমানের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

রাজশাহী মহানগর প্রতিনিধিঃ-মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সকালে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।