ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
১০নং ওয়ার্ড লামাপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব এবং আব্বাস আলী জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাও হারিছ আহমদ সাহেব একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত২২-১০-২০২৪ইং তারিখ রাত ১-২০ মিনিটের সময় ইন্তেকাল ফরমাইয়াছেন, মরহুমের জানাযার নামাজ আজ সকাল ৯ঘঠিকার সময় লামাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয় এতে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত ও দোয়া কামনা করা হয়। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন।
মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট হযরতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন লামাপাড়া মসজিদ কমিটি মোতাওয়াল্লি জনাব অলিউর রহমান সাজন আল্লাহ হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
লামাপাড়া জানাজা শেষ করে গ্রামের বাড়িতে লাশ নিয়ে বালাগঞ্জ উদ্দেশ্য রওনা দেন এবং সেখানে বেলা ০২.১০ মিনিটে ২য় বার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।