পবিত্র মাহে রমজান যা শিক্ষা দেয়…..

পবিত্র মাহে রমজান যা শিক্ষা দেয়…..

রহমত-বরকত,মাগফিরাত ও নাজাতের বার্তাবাহক পবিত্র মাস রমজান, এই পবিত্র মাস আমাদের জীবনে বছরে একবার আগমন করে,আর এই মাসে মুমিনহৃদয় থাকে পাপমুক্ত,সমাজ থাকে অশ্লীলতা মুক্ত।
রমজানের পবিত্র শিক্ষা যদি বাকী এগারো মাস ধরা রাখা যায়,তবে মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন হবে সুখময়-শান্তিময়।
তাই একজন মুমিন সে খুঁজবে রমজান কী কী শিক্ষা আমাদেরকে প্রদান করে।
উক্ত প্রবন্ধে আমরা রমজানের শিক্ষা নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ।

(১) মানুষের সাথে ভালো-সুন্দর আচরণ ও বিনয় অবলম্বন করা রমজানের অন্যতম শিক্ষা।
কারণ বিশ্ব নবী স. বলেন :وإن إمرأ قاتله أو شاتمه فاليقل إني صائم مرتين
অর্থ :যদি কেউ রোজাদারের সাথে ঝগড়া করতে চায়, গালি দেয়, তবে সে যেনো দুইবার বলে আমি সাওম পালন করছি।
বুখারী. ১৮৯৪.
এই হাদিসে যদিও শুধু রমজানের কথা বলা হয়েছে, তবে এই শিক্ষা মানব জীবনের সর্বত্র প্রযোজ্য।

(২) আত্মত্যাগ ও ছাড় দেওয়া,
কারণ যে মুমিন বান্দাহ আল্লাহর জন্য দিনের বেলায় পানাহার ও হালাল স্ত্রী সহবাস পর -নিয়মানুবর্তিতা : একজন মুমিন রোজার দিনে সময়মত সেহরী খায় ও ইফতার করে, দুনিয়ার ঝামেলা পিছনে রেখে সে আবার তারাবীহের সালাতে ও অংশগ্রহন করে।

(৩) সময়ানুবর্তিতা -নিয়মানুবর্তিতা : একজন মুমিন রোজার দিনে সময়মত সেহরী খায় ও ইফতার করে, দুনিয়ার ঝামেলা পিছনে রেখে সে আবার তারাবীহের সালাতে ও অংশগ্রহন করে।

(৪)হালাল খাবার গ্রহন করার শিক্ষা।

(৫)আল্লাহ ভীরু হওয়ার সবক প্রদান করে।
রমজানের মত পুরু বছর আল্লাহ ভীরুতা অন্তরে স্থান দেওয়া।


(৬) পবিত্র কোরআনের সাথে নিবিড় সম্পর্ক সব সময় বজায় রাখার শিক্ষা দান করে।
(৭) ইবাদতের সুযোগ- সুবিধা শিক্ষা দেয়।
[ (৮) সব সময় ধৈর্য্যধারন করার শিক্ষা প্রদান করে।
[(৯) অশ্লিলতা থেকে সবসময় দূরে অবস্থান করার সবক প্রদান করে।

(১০) কঠোর পরিশ্রমি হওয়ার বার্তা প্রদান করে

(১১) দীর্ঘ এক মাস রোজা রেখে বান্দার মধ্যে নফল ইবাদাতে বিশেষ করে নফল রোজার প্রতি আগ্রহ সৃষ্টি করে।

(১২) রমজান মুমিনদের ভেতরে ঐক্যের অনুভূতি সৃষ্টি করে।

(১৩) অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা প্রদান করে।

(১৪) আল্লাহর সাথে সবসময় নিবিড় সম্পর্ক থাকবে, রমজান আমাদেরকে এই শিক্ষা ও প্রদান করে।

(১৫) রমজান আমাদেরকে লৌকিকতা মুক্ত ইবাদত -বন্দেগী করার প্রশিক্ষণ প্রদান করে।
যা ইবাদাত – বন্দেগীর রুহ বা প্রাণ।

ইমামও খতীব-হাফেজ মাওলানা মুফতি আল আমিন কাসেমী সাহেব, লামাপাড়া জামে মসজিদ, ঘাসিটুলা সিলেট সিটি কর্পোরেশন- ৩১০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *