আখতার হোসেন চৌধুরী
আমাদের গ্রামখানি আপন মায়ের মত, বিশ্বজুড়ে তার সন্তান আছে অগণিত। এত সুন্দর গ্রামখানি খুঁজে পাওয়া ভার, সারা বিশ্ব খুঁজে দেখো আছে নাকি আর।
কত ছড়া গান লিখে রূপ দেখে কবি, শিল্পীরা রঙ দিয়ে আঁকে কত ছবি। গ্রাম ছেড়ে বাস করে যারা শহরে বন্দরে, ভুলতে পারে না তারা গ্রাম থাকে অন্তরে।
দেশের বাহিরে করে বাস গ্রামের যত লোক, গ্রামের কথা মনে করে কেঁদে ভাসায় বুক। হিন্দু-মুসলিম, ধনী-গরিব গ্রামের যত জন, মিলে মিশে বাস করে কত যে আপন।
মাছ ধরে সাঁতার কাটে একই নদীর জলে, ছেলে মেয়ে একই সাথে স্কুলে যায় চলে। এমন সোনার গ্রামখানি কোথায় পাবে বল, সবাই মিলে একসাথে গ্রামে যাই চল।