রাস্তায় প্রাইভেটকার আটকিয়ে চিন্তাই

সিলেটের বিয়ানীবাজার এর জিরোপয়েন্ট থেকে জকিগঞ্জ আসার পথে বিশেষ করে রাতের বেলায় আসার সময়
সবাই সাবধান।

নিচের লিখাটা পড়লে বুঝতে পারবেন

রবিবার দিনগত রাত বাড়ি ফেরার পথে -বিয়ানীবাজার এর জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার সামনে পাঞ্জিপুর মসজিদের পাশে দুজন পাঞ্জাবি পরা অর্ধ বয়স্ক লোক এবং বয়স্ক বোরকা পরা একজন মহিলা ও একজন ২৪/২৫ বয়স যুবক বিরশ্রী ইউনিয়ন বড় পাথর গ্রামের এর শামীম উসমানের প্রাইভেট কার সিগনাল দিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং জকিগঞ্জের ঈদগাহ বাজারের কাপনা গ্রামে যাবে বলে তারা সাহায্য চায়। শামীম উসমান গাড়িতে একা,ড্রাইভে ছিলেন। তাই সরলমনে চারজনকে বরইতল পর্যন্ত এগিয়ে দিবেন বলে গাড়িতে তুলে নেন।
গাড়িতে উঠা মাত্র তারা ইলেক্ট্রনিক লেজার যন্ত্র দিয়ে ঘাড়ে মাথায় টাচ করার সাথে সাথে শামীম উসমান আর কিছু বুঝতে পারেন নাই।

পরবর্তীতে যখন জ্ঞান ফিরে, তিনি অনুভব করতে পারেন তার হাত বাঁধা এবং একটা পা বাঁধা,চোখ বাঁধা।

তখন পানি চাইলে কেউ পানি দেয়নি- এবং সাথে থাকা কিছু অর্থ ও ব্যাংক কার্ড মোবাইল গাড়ি সবকিছু নিয়েও প্রাণ ভিক্ষা চান। এবং একটি মাত্র মেয়ের দোহাই দিয়ে প্রাণ ভিক্ষা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *