নিহত ১ হাসে ধান খাওয়ার কারনে

নোয়াব আলীর বাড়িতে শুকের ছায়া।

শান্তিগঞ্জ উপজেলার

শিমুলবাঁক ইউনিয়নে ধান ক্ষেতে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নোয়াব আলী (৫৮)। তিনি তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র। বুধবার বিকেলে ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুরখুল হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হন নোয়াব আলী। ঘটনার পর স্থানীয় নোয়াখালী বাজারে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন নোয়াব আলী। পরে বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। এ ঘটনায় আহত হন অপর পক্ষের তাজুল ইসলাম। তিনি একই গ্রামের আরব আলীর ছেলে তাজুল ইসলাম (৪৫)।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে জুবুরখুল হাওরে মাঝখানে নিহতের জমিতে ধান খায় তাজুল ইসলামের হাঁস। হাঁসে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে নিহত নোয়াব আলী ও আহত তাজুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে পাশের ডোবায় পানিতে পরে যান নোয়াব আলী। পানিতে পরে যাওয়ার পরও নোয়াব আলীকে পানিতে চুবান প্রতিপক্ষ তাজুল ইসলাম। তখন  হাওরে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি বন্ধ করে পরবর্তীতে বিচার শালিস হবে মর্মে আশ্বস্ত করেন। এরপর আহত নোয়াব আলী নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়িতে ফিরেন। বৃহস্পতিবার ভোরে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

পরিবারের লোকজন দিশেহারা কি করবে তাদের মাঝে ভয়বিতি কাজ করতেছে।
 সুনামগঞ্জ থেকে -নুরুল আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *