পাগল হাসান আর নেই

রুহুটারে কব্জা কইরা,আজরাইলে নিব ধইরা,শূন্য কায়া রইবে পইড়া,কে শুনবে কার কান্দা গো
ও আল্লাহ ও আল্লাহ
আমি এক,আমি এক পাপিষ্ট বান্দা?

আমার যখন মন খারাপ হয়, যখন নিজের অজান্তেই কারো কথা মনে হয় বুক ভার হয়,যখন কোনো কিছু কাউকে বলতে না পারার কষ্ট নিজের ভিতর লুকিয়ে রাখতে হয় তখন এই Pagol Hasan এর গানগুলো ছিলো নিত্য সঙ্গী ,এতো দরদ মাখা ভরাট কন্ঠের অধিকারী অসম্ভব প্রতিভাশালী একজন শিল্পী চোখের পলকে নিজের লেখা গানের মতোই হারিয়ে গেছে আর আমরাও তা মেনে নিচ্ছি,এটাই কি জীবন এটাই কি নিয়তির বিধান!

পাগল হাসানকে কখনো বলা হলোনা আমার সবচেয়ে পছন্দের সুরকার , গীতিকার এবং গায়কের নাম হচ্ছে পাগল হাসান ,যার গানের প্রতিটি কথা ছিলো হৃদয়স্পর্শী ,এই অসম্ভব প্রতিভাবান মানুষকে এভাবে হারিয়ে ফেলবো তা কখনো কল্পনাতেও আসেনি, পরম করুণাময় আল্লাহতালা আমাদের প্রিয় এই মানুষটিকে যেন জান্নাতুল ফিরদউস দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *