বৈশাখী কবিতা

শুভ হোক : এই মঙ্গল শোভাযাত্রা
নাসিমা

১৪ – ০৪ – ২০২৪

০১ – ০১ – ১৪৩১ বঙ্গাব্দ

ধন ও ধান্যে পুষ্পে ভরুক
আমাদেরই সুজলা সুফলা এই ধরা
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা-ই হোক
স্বপ্ন ও আশায় চোখ খুলে দিতে অন্ধ চোখের যারা ।।

এ আমার তোমার সবার বাংলাদেশ
হিসাবে বেহিসাবে ভালোবাসায় থাকতেই আনিঃশেষ
বিগত চলমান আগত দিনের পহেলা এ বৈশাখ
মিটাক চাওয়া পাওয়ার যতো সকলের সাধ শখ সুখ ।।

ঝরায়ে বৃষ্টি সজীবতা দানে ফসলি জমির বুক
ঘন সবুজে রাঙ্গিয়ে ধরা দূর করে দিক অভাবির দুখ
চলো সুজন – চলো চলো সবাই
চলো আজ – মঙ্গল শোভাযাত্রায় যাই ।।

প্রাণে প্রাণে প্রাণের মেলায় বৈশাখের গান গাই
বাঙ্গালী অবিভক্ত ধর্মে-কর্মে জীবনের দামে কিছু নাই
রেখে দাও যতোনা শান্তি হারা অনাচার
ছেড়ে যাও বিষাদের ক্ষয়রোগ জীবন পারাবার ।।

উজানি নদীর জোয়ারে শোনা শুভধ্বণির জয়োল্লাসে
মিলন মেলা মুখরিত করি ক্ষুধার দূরে আনন্দে মিশে
“এসো হে বৈশাখ এসো হে”
গানে গানে ডাকি আজ মিলনের সমারোহে ।।

সবুজ অবুঝ দামাল বাহুবল জীর্ণঝরা যতো প্রাণ
পহেলা এ বৈশাখে দানীতে মঙ্গল বর্ষ বরণের গান
সমস্বরে বলি – মঙ্গল হোক শুধু মঙ্গল হোক
সুখ শান্তিতে হাসুক সবাই – মনের আনন্দেই বাঁচুক ।।

“শুভ হোক – এই মঙ্গল শোভাযাত্রা”
দিবসের শুরুতে মাসের শেষে মাস পেরিয়ে পূর্ণ বর্ষ
ধন্যহোক এইদেশ,মাটি মা সাথে প্রিয়‌তে সুমিত্রা
উজাড়িত ধন ও বলে‌ করে দিতে সবটুকুই উৎকর্ষ ।।

শোনো শোন – ঐ শোনো পহেলা বৈশাখে ভাগ্যে হাঁকে
মঙ্গল শোভাযাত্রায় অলিগলি সকল পথের বাঁকে
ধনী ও মানি,জ্ঞানী ও গুণী মিশে মনে একাকারে
অন্তরে-বাহিরে নির্মল আনন্দ আরতো বেশী নাইরে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *